স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৭ জুলাই: চীনের গানসু প্রদেশে হাজার বছর পুরনো এক মন্দিরে ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন।দাউ দাউ আগুন থেকে মুক্তি পায়নি মন্দিরের বিশালাকৃতির বুদ্ধ মূর্তিটিও। মন্দিরের আরও মূল্যবান জিনিসপত্রও আগুনে পুড়ে ছাই হয়েছে।এই অগ্নিকাণ্ড ঘটে গত সোমবার সকালে শ্যানডন গ্রেট বৌদ্ধমন্দিরে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, মন্দিরের ভেতরের বিশাল বুদ্ধমূর্তির চারদিকে আগুন জ্বলছে।আগুন নিয়ন্ত্রণে আনার পর দেখা যায়, মূর্তিটি কিছুটা অক্ষত থাকলেও মন্দিরের অবকাঠামো বেশিরভাগই ধসে পড়েছে।বিবিসি জানায়, বৌদ্ধমূর্তিটি ১৯৯৮ সালে মন্দিরের আসল মূর্তির রেপ্লিকা হিসেবে তৈরি করা হয়েছিল। আসল মূর্তিটি ছিল ৪২৩ খ্রিস্টাব্দের। কিন্তু চীনের সাংস্কৃতিক বিপ্লবের সময় এটি ধ্বংস হয়ে যায়।আর বৌদ্ধমন্দিরটি তৈরি হয়েছিল ১৫০০ বছর আগে নর্দার্ন উই রাজবংশের শাসনামলে। অগ্নিকাণ্ডে মন্দির এবং মূর্তির ক্ষতি হলেও কোনও প্রাণহানি ঘটেনি এবং আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে বলে এক বিবৃতিতে জানিয়েছে কর্তৃপক্ষ।
চীনে দাউ দাউ আগুনে জ্বলল বুদ্ধমূর্তি, পুড়ল প্রাচীন মন্দির
সম্পরকিত প্রবন্ধ