Tuesday, February 11, 2025
বাড়িবিশ্ব সংবাদমিয়ানমারে আরও অবরোধ, অস্ত্র নিষেধাজ্ঞার পথে ইইউ

মিয়ানমারে আরও অবরোধ, অস্ত্র নিষেধাজ্ঞার পথে ইইউ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ ডিসেম্বর। মিয়ানমারে সেনাবাহিনীর সহিংস দমন-পীড়ন নতুন করে বেড়ে যাওয়ায় দেশটিতে আরও অবরোধ আরোপ করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একইসঙ্গে তারা মিয়ানমারের ওপর আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়ারও আহ্বান জানাচ্ছে।

ইইউ এর এক শীর্ষ কূটনীতিক বৃহস্পতিবার একথা জানিয়েছেন।মিয়ানমারের কায়া রাজ্যে মো সো গ্রামে গত সপ্তাহে সেনাবাহিনী নারী,শিশুসহ ৩০ জনকে হত্যা করে তাদের দেহ পুড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।

তবে মিয়ানমারের সেনাবাহিনী বলেছে, সেনারা ওই গ্রামে বিরোধী সশস্ত্র বাহিনীর বেশ কয়েকজন “অস্ত্রধারী সন্ত্রাসীকে” গুলি করে হত্যা করেছে।

এ পরিস্থিতিতে ইইউ এর পররাষ্ট্রবিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ জোসেফ বরেল এক বিবৃতিতে বলেছেন, “মিয়ানমারে সহিংসতা বেড়ে যাওয়ার কারণে এই অবস্থা রুখে দাঁড়াতে অস্ত্র নিষেধাজ্ঞাসহ জোরাল আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।“ইইউ’ও মিয়ানমারের জান্তা সরকারের ওপর আরও অবরোধ আরোপ করতে প্রস্তুত,” বলেন তিনি।মিয়ানমারে গত ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে ইইউ দেশটির সামরিক বাহিনী এবং নেতারাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মিয়ানমার সরকারকে দেওয়া ইইউ এর অর্থনৈতিক সাহায্য-সহযোগিতাও বন্ধ হয়েছে।

শীর্ষ ইইউ কূটনীতিক জোসেফ বরেল বলেন, “২৪ ডিসেম্বরে কায়া রাজ্যে সামরিক জান্তার সংঘটিত ভয়াবহ সহিংসতা, নারী-শিশু এবং মানবিক ত্রানকর্মীসহ ৩৫ জনের বেশি মানুষকে হত্যা এবং পুড়িয়ে দেওয়ার যে ঘটনা ঘটেছে, তাতে দায়ীদের জবাবদিহি করানোর আশু প্রয়োজনীয়তা বড় হয়ে দেখা দিয়েছে।”কায়া রাজ্যে গত সপ্তাহের সহিংসতায় সেভ দ্য চিলড্রেন তাদের দুই কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য