স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ ডিসেম্বর : শুক্রবার জিবি হাসপাতাল রোগী কল্যাণ সমিতির এক বৈঠক অনুষ্ঠিত হয়। তিন মাস অন্তর অন্তর এ বৈঠক হয়। এদিন বৈঠক রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান প্রতিমা ভৌমিকের পৌরহিত্যে করা হয়। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতাল। মানুষ প্রতিদিন দূর-দূরান্ত থেকে এই হাসপাতালে ছুটে আসে।
তিন মাস অন্তর অন্তর রোগী কল্যাণ সমিতির বৈঠক করে খতিয়ে দেখা হয় হাসপাতালে পরিষেবা। এদিন বৈঠকে পূর্বে বিভিন্ন কাজ খতিয়ে দেখা হয়। আগামী দিনে রোগীর পরিষেবা আরো কিভাবে বাড়ানো যায় সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়। তবে ওমিক্রণ নিয়ে সকলকে সতর্ক থাকতে হবে। এবং যারা ভ্যাকসিন নেয়নি তাদের আহ্বান জানান অবিলম্বে যাতে ভ্যাকসিন নেয়। আর যারা ভ্যাকসিন নিয়েছে তাদের বুস্টার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রথম পর্যায়ে প্রথম সারির যোদ্ধাদের বুস্টার দেওয়া হবে। পাশাপাশি আরও বলেন জিবি হাসপাতালে যেহেতু রোগীর ভিড় বেশি হয়, তাই শেল্টার হাউস গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে এই কাজ করা হবে বলে জানান তিনি। রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন প্রতিমা ভৌমিক হাসপাতালের চিকিৎসক সহ অন্যান্যদের সাথে কথা বলে একাধিক সমস্যার সম্পর্কেও অবগত হয়েছেন।