Thursday, November 21, 2024
বাড়িবিশ্ব সংবাদস্বাস্থ্যসেবা খরচ মেটাতে গিয়ে চরম দরিদ্র হয়েছে ৫০ কোটির বেশি মানুষ

স্বাস্থ্যসেবা খরচ মেটাতে গিয়ে চরম দরিদ্র হয়েছে ৫০ কোটির বেশি মানুষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। ১৪ ডিসেম্বর: চিকিৎসার খরচ মেটাতে গিয়ে গত বছর বিশ্বে ৫০ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যে নিমজ্জিত হয়েছে। করোনাভাইরাস মহামারী পরিস্থিতি আরও খারাপ পর্যায়ে নিয়ে যেতে পারে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও বিশ্ব ব্যাংক রোববার এক যৌথ বিবৃতিতে একথা বলেছে।

বিবৃতিতে বলা হয়, মহামারীর কারণে বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হয়েছে এবং ১৯৩০-এর দশকের পর সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবার খরচ মেটানো আরও কঠিন হয়ে পড়েছে।ডব্লিউএইচও’র মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেছেন, “সব দেশের সরকারকেই অবিলম্বে প্রত্যেকটি নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার চেষ্টা জোরদার করতে হবে। যাতে মানুষ আর্থিক সংকট নিয়ে কোনওরকম ভয় না করে চিকিৎসাসেবা পেতে পারে।”

মানুষ যাতে অর্থকষ্ট ছাড়াই চিকিৎসাসেবা পেতে পারে সেজন্য বিশ্বের দেশগুলোর সরকারকে হেলথ কেয়ার সিস্টেম এবং সর্বজনীন স্বাস্থ্যসেবার ব্যবস্থা করার দিকে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন গেব্রিয়েসুস।

বিশ্ব ব্যাংকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যাবিষয়ক আন্তর্জাতিক পরিচালক হুয়ান পাবলো উরিবে বলেন, অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যেও বিভিন্ন দেশের সরকারকে স্বাস্থ্য বাজেট রক্ষার পাশাপাশি তা বাড়ানোর কঠিন সিদ্ধন্ত নিতে হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য