স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ অক্টোবর : দুর্গা পূজা সাঙ্গ হওয়ার পর থেকে ফের বেহাল অবস্থায় পরিণত হয়েছে দশমীঘাট স্থিত হাওড়া নদী। দুর্গা পূজার পর প্রতিমা নিরঞ্জনের পালাও শেষ। প্রতিমা নিরঞ্জনের পর কেটে গেল কয়েকটা দিন।
কিন্তু এখনো দশমীঘাট স্থিত হাওড়া নদীতে পরে রয়েছে দুর্গা প্রতিমার বেশ কিছু কাঠামো। হাওড়া নদীর জল থেকে এই কাঠামো গুলি পরিষ্কার করার নেই কোন উদ্যোগ। আগরতলা পুর নিগমের পক্ষ থেকেও এখনো পর্যন্ত কোন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয় নি। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে কেন আগরতলা পুর নিগম এখনো পর্যন্ত হাওড়া নদীর জল থেকে দুর্গা প্রতিমার কাঠামোগুলি পরিষ্কার করার জন্য কোন উদ্যোগ গ্রহণ করছে না। বিগত বছরগুলিতে এ ধরনের অভিযোগ রীতিমতো উঠেছিল।
কিন্তু হুশ ফিরেনি দায়িত্বে থাকা সংশ্লিষ্ট নিগমের কর্মীদের। এতে চরম জল দূষণ সৃষ্টি হচ্ছে। এর পরিনিতি ভয়াবহ হতে পারে বলে মনে করছে আশেপাশের মানুষজন। তাই অবিলম্বে এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করার দাবিতে শুরু করেছে এলাকাবাসীর পক্ষ থেকে। তবে এবার লক্ষ্য করা যাচ্ছে যাদের হাতে ক্ষমতা রয়েছে দূষণ নিয়ন্ত্রণ করার তারাই এবার উদাসীন হয়ে উঠেছে।