Friday, October 25, 2024
বাড়িরাজ্যসর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম দিবস উপলক্ষে রাজ্য ভিত্তিক রাষ্ট্রীয় একতা দিবস

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম দিবস উপলক্ষে রাজ্য ভিত্তিক রাষ্ট্রীয় একতা দিবস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ অক্টোবর : সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম দিবস উপলক্ষে আয়োজিত রাজ্য ভিত্তিক রাষ্ট্রীয় একতা দিবস অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এদিন রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে হয় বিশেষ অনুষ্ঠান। যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, শিল্প দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল।

 এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, ২০১৪ সাল থেকে সদ্দার বল্লভ ভাই প্যাটেলের জন্ম দিবস বিশেষ আয়োজনের মাধ্যমে সারাদেশে পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। উনার কাজকর্ম সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এই উদ্যোগ গ্রহণ করেছে দেশের বর্তমান প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। বল্লভ ভাই প্যাটেল ছিলেন অখন্ড ভারতের মূল কান্ডারী। ২০১৮ সালের বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি গুজরাটে উন্মোচন করে সদ্দার বল্লভ ভাই প্যাটেলের প্রতি সম্মান প্রদর্শন করেছেন প্রধানমন্ত্রী। সর্দার বল্লভ ভাই প্যাটেল স্বাধীনতার সংগ্রামে তিনি অন্যতম সামাজিক নেতা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি শ্রেষ্ঠ ভারতের ডাকও দিয়েছিলেন। আজ সেই শপথ নেওয়ার দিন। উনার দিশায় এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং অখণ্ড ভারত গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার বলে জানান তিনি। তারপর রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে ইউনিটি রান অনুষ্ঠিত হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য