স্যন্দন ডিজিটাল ডেস্ক , আগরতলা। ১১ আগস্ট : ভাইয়ের জন্য রাখি কিনতে গিয়ে দুর্বৃত্তদের সঙ্ঘবদ্ধ হামলার শিকার দুই বোন। ন্যাক্কারজনক এই ঘটনার ঘটেছে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চেছুড়িমাই গ্রাম পঞ্চায়েতের চ্যাটার্জি কলোনি এলাকায়। আহত দুজনের নাম রত্না শীল এবং রুমা শীল। তাদের ভাই প্রসেনজিৎ শীল একই গ্রামের এক প্রতিবেশী গৃহবধুর প্রেমে পড়ে তার ক্রমাগত ব্ল্যাক মেইলে্য শিকার হয়ে ২৫ দিন আগে আত্মহত্যা করে।
পৃথিবীতে নেই তাদের ভাই। এরপরেও ভাইয়ের কথা মনে হওয়ায় পাড়ার এক ভাইকে রাখি বাঁধবে বলে রাখি কিনতে গিয়েছিলেন দুই বোন। অথচ রাখি কিনে ফিরে আসার সময় অভিযুক্ত সেই গৃহবধূ মিতা পাল এবং তার পরিবারের লোকজনদের সঙ্ঘবদ্ধ হামলার চালায় দুই বোনের উপর। পরে তাদের উদ্ধার করে স্থানীয়রা বিশ্রামগঞ্জ হাসপাতালে পাঠায়। কিন্তু সেখান থেকে হাঁপানিয়া হাসপাতালে, পরে জিবি হাসপাতাল পাঠায়। আহতদের মধ্যে একজনের পা ভেঙে যায়। বর্তমানে চিকিৎসার পর তারা বাড়ি ফিরেছেন। বিশ্রামগঞ্জ থানার পুলিশ অসহায় ভাতৃহারা দুই বোনকে কোন ধরনের সাহায্য সহযোগিতা করছে না। প্রভাবশালী সেই প্রতিবেশী গৃহবধূর পরিবারের পক্ষে সাফাই গাইছে পুলিশ। এমনটাই অভিযোগ।

