স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ আগস্ট : বাণিজ্যিক ভাবে মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী হয় শুক্রবার। এদিন নাগিছড়া উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্রে হয় এই প্রশিক্ষণ। এতে বিভিন্ন জায়গা থেকে চাষিরা অংশ নেন। নাগিছড়া উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের উদ্যোগে ট্রাইবাল রিসার্চ এন্ড কালচারাল ইনস্টিটিউটের সহযোগিতায় এই প্রশিক্ষণ হয়।
এতে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, খাদ্য ও জন সংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। প্রশিক্ষনে আলোচনা করতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন, রাজ্যের মানুষের মাথা পিছু আয় সাড়ে পাঁচ বছর আগে ছিল মাত্র ১ লাখ ৪৪৪ টাকা। আর বর্তমান সরকারের সময়ে তা বেড়ে হয়েছে ১ লাখ ৫৫ হাজার টাকা।তিনি বলেন, মানুষ সবদিকে স্বাবলম্বি হচ্ছেন। মন্ত্রী আরও বলেন এক টুকরো জমিও ফাঁকা রাখা যাবে না। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, অন্নদাতা কৃষকদের যদি বাঁচিয়ে না রাখা যায়, সঠিক ভাবে সঠিক দিশায় পথ প্রদর্শক না হওয়া যায় তাহলে দেশের অর্থনীতি ভেঙে পড়বে। দেশ অর্থনৈতিক ভাবে এগিয়ে যেতে পারবে না। তাই কৃষকের আয় দ্বিগুন করতে হবে। আর এই আয় দ্বি-গুন করতে গিয়ে একের পর এক কৃষি দপ্তরের কর্মসূচী ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, কৃষকের আয় দ্বি-গুণ করতে গিয়ে সহায়ক মূল্যে প্রতি বছর দুইবার ধান কেনা হচ্ছে। এদিন চাষিদের হাতে কলমে মাশরুম চাষের প্রশিক্ষণ দেওয়া হয়। বিশেষজ্ঞরা চাষিদের প্রশিক্ষণ দেন এদিন।