স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ আগস্ট : এবছরও স্বাধীনতা দিবসকে সামনে রেখে ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত রাজ্যের সর্বত্র জাতীয় পতাকা উত্তোলনের ঘোষণা দিয়েছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। এই কর্মসূচীর অঙ্গ হিসেবে ত্রিপুরা প্রদেশ বিজেপি অফিসের সামনে খোলা হয় জাতীয় পতাকা বিক্রির স্টল।
প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য শুক্রবার বিকেলে এর উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক পাপিয়া দত্ত, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যরা। প্রদেশ বিজেপি সভাপতি বলেন, দলের জেলা- মণ্ডল অফিসেও পতাকা বিক্রির কাউন্টার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে প্রচুর দলীয়- কর্মী- সমর্থক অঙ্ঘস নেন।