স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ আগস্ট : আদালতের নির্দেশের পর ৭০ বছর ধরে বাঁশ বিক্রির সাথে জড়িত ব্যবসায়ীরা ভিটেমাটি ছাড়া হচ্ছে। এক মাসের সময় বেঁধে দিয়ে উচ্ছেদের নোটিশ জারি করেছে আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ। আগরতলা শহর সুন্দর্য্যায়নের জন্য চলছে কাজ। হাওড়া নদীর তীরে চলছে বিউটি রিভার প্রকল্পের কাজ। গড়ে তোলা হবে বিনোদনের জায়গা।
তাই হাওড়া ব্রিজ সংলগ্ন বাঁশ বাজারটি সেখান থেকে উচ্ছেদে জন্য নিগম কর্তৃপক্ষ নোটিশ দিয়েছিল ব্যবসায়ীদের। পরে সেই নোটিশের বিরোধিতা করে জল গড়ায় উচ্চ আদালত পর্যন্ত। কিন্তু আদালতে মামলা হেরে যায় বাঁশবাজারের ব্যবসায়ীরা। বাজারের আটজন ব্যবসায়ীকে নির্দেশ দেওয়া হয় আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে জমি ছাড়ার জন্য। আদালতের রায় ব্যবসায়ীরা মেনে নিলেও তারা মর্মাহত রাজণ্য আমলের এই বাজারটি তারা ধরে রাখতে পারে নি। সরকার পক্ষ যেহেতু তাদের কোন ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি তাই পরিকল্পনা নেই আগামী এক মাস পর কি করবে তারা। কিন্তু এই বাঁশ বাজারের সাথে জড়িত ছিল প্রায় এক হাজার মানুষের কর্মসংস্থান। তারা এখন কোথায় যাবে সেটা ভেবে উঠতে পারছে না বলে জানান এদিন। তবে ব্যবসায়ীদের আস্হা যেহেতু বাজারটি মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্রে তাই সহযোগিতায় হাত বাড়িয়ে দেবেন তিনি। আবার অন্যান্য ব্যবসায়ীরা জানান আগরতলা শহরের যেকোনো জায়গায় তাদের যদি পুনর্বাসনের ব্যবস্থা করে দেয় তাহলে ১০০০ মানুষের দিশেহারা হতে হবে না। কারণ তারা জানায়, বাঁশ বিক্রেতা রয়েছে ৮ জন। শ্রমিক রয়েছে ২৫ জন এবং তাদের সাথে গাড়ি চালক সহ অন্যান্য সহযোগী রয়েছে প্রায় বহু লোক। কিন্তু আজ জমিহারা হয়ে তারা দিশেহারা।