Friday, February 21, 2025
বাড়িশ্রেণী বহির্ভূতআক্রান্ত দুই পুলিশ কর্মী

আক্রান্ত দুই পুলিশ কর্মী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ এপ্রিল : নেশা কারবারিদের জালে তুলতে গিয়ে আক্রান্ত দুই পুলিশ কর্মী। ঘটনা আমবাসা থানাধীন হৃদয় বস্তি এলাকায়। পুলিশ ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করেছে। উল্লেখ্য, আমবাসা মহকুমায় চুরের উপদ্রপ অতিরিক্ত ভাবে বৃদ্ধি পেয়েছে তার মূল কারণ ড্রাগস। উঠতি বয়সের যুবকেরা ড্রাগসের নেশায় আসক্ত হয়ে পরেছে ড্রাগসের তৃষ্ণা মেটানোর জন‍্য শেষ পর্যন্ত চুরির পথ বেছে নিচ্ছে।

মঙ্গলবার অভিযোগ পেয়ে ড্রাগস খোরদের জালে তুলতে সাধারণ পোশাক পরিধান করে দুইজন আমবাসা থানাধীন হ্রদয়বস্তী এলাকায় যায়, তখন কয়েকজন ছেলে গুলতি দিয়ে পুলিশের উপর আক্রমণ করে। তারপরে এলাকার কয়েকজন মহিলা এসে লাঠিশাটা নিয়ে পুলিশদেরকে মারতে থাকে। এই অবস্থায় দুইজন পুলিশ গুরুতর আহত হয়। এদিকে আমবাসা থানার পুলিশ ঘটনার সাথে জড়িত আপাতত তিনজনকে আটক করে। এর মধ‍্যে একজন মহিলা। আমবাসা থানার পুলিশ একটি মামলা নেয়।ঘটনার সাথে জড়িত আরো কয়েকজন কে জালে তুলবে বলে খবর। গোটা ঘটনা ছিঃছিঃ রব উঠেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য