স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ এপ্রিল : ২৫ জনের কাছ থেকে অভিযোগ পেয়ে প্রতারককে জালে তুললো ধর্মনগর থানার পুলিশ। অভিযুক্তের নাম অভিরূপ চৌধুরী। অভিযুক্ত দীর্ঘদিন ধরে মানুষের কাছ থেকে জিনিস নিয়ে টাকা না দেওয়া, চেক বাউন্স করে আসছে। টাকা চাইতে গেলে কুকুর লাগিয়ে দেওয়ার অভিযোগ পর্যন্ত ছিল তার বিরুদ্ধে। সোমবার সাধারন মানুষের অভিযোগের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ গ্রেফতার করে প্রতারক অভিরূপ চৌধুরীকে। সন্দীপ পাল নামে এক ব্যক্তির অভিযোগ সেই ব্যক্তির কাছ থেকে ও এল এক্স দ্বারা ১৬,৯০০ টাকা দিয়ে একটি কম্পিউটার ক্রয় করেছিল অভিরূপ চৌধুরী। ক্রয় করে চেক দেয়।
পরবর্তী সময় তিনি টাকা তুলতে না পারায় তার ভাই গৌরব কান্তি ধর টাকা চাইতে গেলে তাদেরকে লাঠি দিয়ে মারধর করে। এমনকি প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। ফার্জিন উদ্দিনের কাছ থেকে একটি মোবাইল কিনে সাত হাজার টাকার চেক দেয় সেই চেকও বাউন্স হয়। নেতাজি পাড়ার শ্রীকান্ত নাথের কাছ থেকে লোন দেবে বলে ১ লক্ষ ২৭ হাজার টাকা নেয় কিন্তু কোন লোনের দেখা নেই। নাজিম উদ্দিনকে লোন দেবে বলে ১৮,০০০ টাকা নগদ নেয়। একইভাবে লোন দেওয়ার নাম করে নেহাল দাসের কাছ থেকে ৯,০০০ টাকা নগদ নেয়। এমন করে প্রায় ২৫ জনের তালিকা সহ থানায় অভিযোগ জানানোর পর অভিরূপ চৌধুরীকে ধর্মনগর থানার পুলিশ গ্রেফতার করেছে। অভিযুক্ত প্রতারকের বিরুদ্ধে এ ধরনের কান্ড গত কয়েক মাসে আরো অহরহ ঘটেছে বলে জানায় এলাকাবাসী। অভিযুক্তের কঠোর শাস্তি ও সমস্ত দেনা মিটিয়ে দেওয়ার দাবি করছে স্থানীয়রা।