স্যন্দন ডিজিটাল ডেস্ক। বাংলাদেশ। ৪ এপ্রিল : মঙ্গলবার বাংলাদেশের রাজধানী ঢাকার বৃহত্তর হকার্স মার্কেট বঙ্গবাজারে ভয়াবহ আগুনে পুড়লো পাঁচ হাজার দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই হাজার কোটি টাকা। দমকল কর্মী ও সেনাবাহিনীর যৌথ চেষ্টায় দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল বাহিনীর ৪৮ টি ইউনিটের প্রায় সাড়ে ৬ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে দমকল কর্মী নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে আগুনে এখন পর্যন্ত আটজন আহত হয়েছেন বলে জানায় দমকল কর্মী। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সকাল ৬ টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। বঙ্গবাজার থেকে আশপাশের আরও চারটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৮ টি ইউনিট কাজ করে। একপর্যায়ে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী। তবে তাদের জলের সংকটে পড়তে হয়। জল সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। অন্যদিকে ঢাকার হাতিরঝিল থেকে জল নেয় বিমানবাহিনীর হেলিকপ্টার।
কয়েক দফায় হেলিকপ্টারে করে হাতিরঝিল থেকে জল নেওয়া হয়েছিল। আগুনে বঙ্গবাজার মার্কেটে আড়াই হাজার সহ আশপাশের মার্কেটে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৫ হাজার দোকান ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। আগুনে আনুমানিক দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি। দিশেহারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করতে এগিয়ে এসেছে বাংলাদেশ সরকার।