স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুন। হরিয়ানার পঞ্চকুলায় চতুর্থ খেলো ইন্ডিয়া যুব গেমসে দ্বিতীয় দিনে ত্রিপুরাকে প্রথম স্বর্ণ পদক এনে দিল আন্তর্জাতিক জিমন্যাস্ট প্রতিষ্ঠা সামন্ত। জিমন্যাস্টিক্সের মেয়েদের অলরাউন্ড লড়াইয়ে প্রতিষ্ঠা ৪২.০৫ পয়েন্ট স্কোর করে ত্রিপুরাকে পদক তালিকায় নাম লেখায়।
আম্বালায় জিমন্যাস্টিক্সের লড়াইয়ে মেয়েদের বিভাগে প্রতিষ্ঠা অলরাউন্ডের লড়াইয়ে ভল্টিং টেবিলে ১২.৭০, আনইভেন বারে ৯.২০, ব্যালেন্সিং বীমে ৯.৬০ ও ফ্লোর এক্সারসাইজে ১০.৫৫ পয়েন্ট পায়। এতে দারুণ খুশী প্রতিষ্ঠা ও তার কোচ দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী। জিমন্যাস্টিক্স থেকে আরো পদকের সম্ভাবনা আশা করা হচ্ছে।