Monday, February 17, 2025
বাড়িখেলাআগামী বছর নর্থইস্ট গেমসের আসর বসতে চলেছে ত্রিপুরায়।

আগামী বছর নর্থইস্ট গেমসের আসর বসতে চলেছে ত্রিপুরায়।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৯ মার্চ : আগামী বছর নর্থইস্ট গেমসের আসর বসতে চলেছে ত্রিপুরায়। বিষয়টা শুধু এখন চূড়ান্ত করার অপেক্ষা মাত্র । একদিকে তৃতীয় উত্তর পূর্ব গেমসের জমজমাট আসর চলছে নাগাল্যান্ডের কোহিমায়।

উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যের অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিবর্গ বিশেষ করে নর্থইস্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত বিশেষ বৈঠকে আগামী দিনে নর্থইস্ট গেমসের রূপরেখা নিয়ে আরও কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রথমত নর্থইস্ট গেমসে ইভেন্ট সংখ্যা ন্যূনতম ১২টি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে এমন ইভেন্টই রাখা হবে যাতে অন্ততপক্ষে ছয়টি রাজ্য দল অংশগ্রহণ করতে পারবে ।

আগামী বছর ত্রিপুরায় চতুর্থ নর্থইস্ট গেমস এর আসর আয়োজনের প্রস্তাব নিয়ে বেশ আলোচনা হয়।‌ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন ত্রিপুরা ওলিম্পিক এসোসিয়েশনের চেয়ারম্যান তথা এবারকার আসরের ত্রিপুরা দলের শ্যেফ দ্যা মিশন রতন সাহা। বৈঠকে ত্রিপুরা থেকে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায় এবং রাজ্যের প্রথম অর্জুন পুরস্কার বিজয়ী মন্টু দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী বছর রাজ্যে চতুর্থ নর্থইস্ট গেমস আয়োজনের বিষয়ে ইতোমধ্যে নর্থ ইস্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের একাধিক কর্মকর্তা ত্রিপুরা সফরে আসবেন এবং সরেজমিনে রাজ্যের ক্রীড়া পরিকাঠামো সংক্রান্ত বিষয় প্রত্যক্ষ করে এতে সিলমোহর দেবেন। ‌ নর্থইস্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের এ ধরনের ইতিবাঁচক চিন্তাধারায় ত্রিপুরার পক্ষ থেকে চেয়ারম্যান ও সচিব ধন্যবাদ জানিয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য