স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ নভেম্বর : ওয়ানডে বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া অবশেষে পেল অধরা টি-টোয়েন্টির ট্রফি। দ্বিতীয়বার ফাইনালে উঠে প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পেলে তারা। আরও একবার তারা বুঝিয়ে দিল, সেমি-ফাইনাল ও ফাইনালে তারা ভিন্ন এক দল।
সীমিত ওভারের ক্রিকেটে বিশ্বকাপ শিরোপা এবারও হাতছানি দিয়ে মিলিয়ে গেল নিউ জিল্যান্ডের জন্য। এবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হলেও রঙিন পোশাকের কোনো সংস্করণে বিশ্বকাপ ট্রফি জয় হলো না এবারও।
২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছেই তারা পাত্তা পায়নি। এরপর ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দারুণ খেলেও শেষ পর্যন্ত ট্রফি জেতা হয়নি বাউন্ডারি কম মারায়। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে আবার তাদেরকে হতাশা উপহার দিল অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর: নিউ জিল্যান্ড: ২০ ওভারে ১৭২/৪ (গাপটিল ২৮, মিচেল ১১, উইলিয়ামসন ৮৫, ফিলিপস ১৮, নিশাম ১৩*, সাইফার্ট ৮*; স্টার্ক ৪-০-৬০-০, হেইজেলউড ৪-০-১৬-৩, ম্যাক্সওয়েল ৩-০-২৮-০, কামিন্স ৪-০-২৭-০, জ্যাম্পা ৪-০-২৬-১, মার্শ ১-০-১১-০)।
অস্ট্রেলিয়া: ১৮.৫ ওভারে ১৭৩/২ (ওয়ার্নার ৫৮, ফিঞ্চ ৫, মার্শ ৭৭*, ম্যাক্সওয়েল ২৮*; বোল্ট ৪-০-১৮-২, সাউদি ৩.৫-০-৪৩-০, মিল্ন ৪-০-৩০-০, সোধি ৩-০-৪০-০, স্যান্টনার ৩-০-২৩-০, নিশাম ১-০-১৫-০)।