স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুলাই : আসামে বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। তাই আসামের পাশে ত্রিপুরা বার্তাকে সামনে রেখে ত্রিপুরার ২১ টি সামাজিক সংস্থা আসাম রাজ্যকে সহযোগিতার সিদ্ধান্ত গ্রহণ করেছে। শুক্রবার সামাজিক সংস্থাগুলি এক যৌথ সাংবাদিক সম্মেলনে এই কথা জানান
। আগরতলা প্রেস ক্লাবে ২১ টি সামাজিক সংস্থার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে আহ্বান জানানো হয় আসামের বন্যায় দুর্গতদের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য। তারা জানান বিভিন্নভাবে মানুষ থেকে আর্থিক সাহায্য নিয়ে আসামের এক হাজার পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছেন। পানীয় জল, চাল, ডাল, চিড়া , গুড়, শিশু খাদ্য, মোম, দেশলাই, সাবান এই ধরনের সামগ্রী দিয়ে সহায়তা করার আহ্বান জানান তারা। সাধারন মানুষ তাদের সামর্থ মত সহায়তা করছে বলে জানান তারা। আগামী দু-তিন দিনের মধ্যে আসামের উদ্দেশ্যে খাদ্য সামগ্রী নিয়ে রওনা দেবেন সংগঠনের সদস্যরা ।