Saturday, February 15, 2025
বাড়িরাজ্যবন্যায় ক্ষতিগ্রস্ত বাইপাস, প্রভাব পড়বে রাজ্যে

বন্যায় ক্ষতিগ্রস্ত বাইপাস, প্রভাব পড়বে রাজ্যে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুলাই : আসামের বন্যা পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটছে। বহু মানুষ আশ্রয় নিয়েছে ত্রান শিবিরে। জলমগ্ন বহু এলাকা। ইতিমধ্যেই ট্রেন ও সড়ক পথ ব্যপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। ব্যহত হয়েছে যান চলাচল পরিষেবা। এরই মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়লো ত্রিপুরা অসম সংযোগী করিমগঞ্জ বাইপাস সড়ক। করিমগঞ্জ বাইপাস সড়কের পোয়ামারা এলাকায় প্রায় পনেরো মিটার রাস্তা মাটি ধ্বসে ভূগর্ভে তলিয়ে যায়। ব্যাহত হয় যান চলাচল। এই  বাইপাস সড়ক দিয়েই সকল পন্যবাহী লরি রাজ্যে আসতো।

এখন যাতায়াতের এক মাত্র ভরসা করিমগঞ্জ শহরের ব্যস্ততম রাস্তা। শুক্রবার সকালে করিমগঞ্জ বাইপাস সড়কের পোয়ামারা এলাকায় রাস্তা ধ্বসে পড়ায় যান চলাচলে ব্যাঘাত ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। তবে রাস্তাটি কবে নাগাদ সংস্কার শুরু হবে সে বিষয়েও কেউ কিছু বলতে পারছে না। প্রবল বর্ষণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা যায়। বিশেষ করে বাইপাস রাস্তাতে দুই পাশে বন্যার জল জমাট বেঁধে রাস্তায় ফাটল ধরেছে বলে অভিমত অনেকের। এক প্রভাব পড়বে ত্রিপুরা রাজ্যে। ত্রিপুরায় পণ্য আনা নেওয়ার জন্য এই বাইপাসটি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। কিন্তু বিধ্বংসী বন্যায় ব্যাপক ক্ষতি পার্শ্ববর্তী রাজ্য আসাম। এই পরিস্থিতির জন্য উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য