স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ মার্চ : শুখা মরশুম শুরু হতেই ধলাই জেলার প্রত্যন্ত এলাকাগুলিতে দেখা দিয়েছে পানীয় জলের তীব্র সংকট। দুই মাস ধরে পানীয় জলের পাম্প মেশিন বিকল হওয়ার কারণে আমবাসা মহকুমার বাগমারা ভিসি-র অন্তর্গত দ্রুহ্যাং পাড়ায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে। তাই এক প্রকার বাধ্য হয়ে বৃহস্পতিবার দ্রহাং পাড়ার প্রমিলা বাহিনী জওহরনগর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধে সামিল হয়। টানা এক ঘন্টা যাবৎ জাতীয় সড়ক অবরোধ চলে।
পরে আমবাসা থানার ওসি সহ মহকুমা পুলিশ আধিকারীক অবরোধস্থলে ছুটে যান। সড়ক অবরোধকারীদের সাথে কথা বলেম। তাদেরকে আশ্বাস দেন গাড়ির মাধ্যমে এলাকায় নিয়মিত পানীয় জল পৌঁছে দেওয়া হবে। এই আশ্বাস পাওয়ার পর এলাকাবাসিরা সড়ক অবরোধ মুক্ত করে দেয়। স্থানীয় এক ব্যক্তি জানান এলাকায় দুই মাস ধরে পানীয় জলের সঙ্কট চলছে। এলাকার জলের পাম্প মেশিনটি বিকল হয়ে রয়েছে। আগে কুয়ার জল সংগ্রহ করে পান করে দিন যাপন করত তারা। কিন্তু বর্তমানে কুয়ার জল সুকিয়ে গেছে। ফলে বর্তমানে জলের সঙ্কট দেখা দিয়েছে। সংশ্লিষ্ট দপ্তরকে বারে বারে সমস্যার কথা জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি। তাই তারা বাধ্য হয়ে এইদিন সড়ক অবরোধে সামিল হয়েছে।