স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ মার্চ : ১৬ মার্চ গণতান্ত্রিক অধিকার সুরক্ষা সংগঠনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। রাজধানীর সুকান্ত একাডেমিতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাজধানীর দুর্গা চৌমুহনী বিপণিবিতানে সংগঠনের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান সংগঠনের পদাধিকারিরা।
সাংবাদিক সম্মেলনে তারা জানান ২০২০ সালে গণতান্ত্রিক অধিকার সুরক্ষা সংগঠনের পথ চলা শুরু হয়। তারপর ২০২২ সালে সংগঠনের প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০২৪ সালে সংগঠনের দ্বিতীয় রাজ্য সম্মেলন করার কথা ছিল। কিন্তু বিশেষ কারনে তা করা যায় নি। তাই আগামী ১৬ মার্চ সংগঠনের রাজ্য সম্মেলন করা হবে। পাশাপাশি তারা এই সময়ের মধ্যে গণতান্ত্রিক অধিকার সুরক্ষা সংগঠন কি কি কাজ করেছে সেই বিষয়ে তুলে ধরেন।