স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুলাই : নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দন্ডিত করলো কমলপুর স্পেশাল আদালতের বিচারপাতি সূর্য দেও সিং। জানা যায়, কমলপুর থানাধীন উত্তর হালহালি’র বাসিন্দা কুশ দাস নামে এক যুবক ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর নিজ বাড়িতে নিয়ে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।
পরে মেয়েটি ঘটনা তাঁর মাকে জানায়। মেয়েটি পরিবারের পক্ষ থেকে ২ অক্টোবর কমলপুর থানায় কুশ দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। পুলিশ ১২৭/২০১৮ পকসো আইনে মামলা গ্রহণ করে। পুলিশ তদন্ত শেষে আদলতে চার্জশিট জমা দেয়। শুক্রবার কমলপুর বিশেষ আদালতের বিচারপতি তথা অডিশনাল ডিস্ট্রিক্ট এন্ড সেশন জজ সূর্যদেও সিং অভিযুক্ত কুশ দাসকে দশ বছরের সশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা ও অনাদয়ে আরো তিনমাস কারাদণ্ডের নির্দেশ দেন। মামলার সাক্ষ্য ছিল ১৪ জন। মামলাটি পরিচালনা করেন স্পেশাল আদালতের এ পি পি অ্যাডভোকেট ইন্দুভূষণ দেব।