স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ মার্চ : জিবি হাসপাতালের অন্যান্য বিভাগের মতই অর্থোপেডিক্স অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিভাগ। এই বিভাগের চিকিৎসকরা অধিকাংশ সময় হাসপাতালের ট্রমা সেন্টারের মধ্যেও দায়িত্ব পালন করেন। হাসপাতালে বর্তমানে এল বি এস টু সার্জারি শুরু হয়েছে। পাশাপাশি অর্থপেডিক সার্জারি, স্পাইন এবং প্লাস্টিক সার্জারি করা হয়। এ ধরনের সার্জারি গত এক বছরে জিবি হাসপাতালে ৬০ জনের হয়েছে।
বৃহস্পতিবার আগরতলা গভমেন্ট মেডিকেল কলেজের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান অর্থোপেডিক্স বিভাগের প্রধান চিকিৎসক সন্তোষ রিয়াং। অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসক অনিন্দ দেবনাথ জানান, বিভিন্ন সময় দেখা যায় হাসপাতালে আসে হাটু ব্যথা নিয়ে বহুরোগী আসে। তাদেরও জটিল সার্জারি জিবি হাসপাতালে করা হয়েছে। বর্তমানে সেইসব রোগীরা সুস্থ রয়েছেন। তিনি আরো জানিয়েছেন আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আর্থোস্পকপি আনার বন্দোবস্ত করা হচ্ছে। বর্তমানে জিবি হাসপাতাল থেকে এর পরিষেবা পেয়ে রোগীর রেফারে সংখ্যা অনেকটাই কমে গেছে। আগামী দিনে রাজ্যের বাইরে উন্নত চিকিৎসার জন্য যেতে হবেনা। জটিল অস্ত্র প্রচার থেকে শুরু করে সব ধরনের উন্নত চিকিৎসা জিবি হাসপাতালে পাওয়া যাবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।