স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ মার্চ :কামরাঙ্গা তুলী এলাকায় গোমতী নদীর দুই পাড়ের মানুষের নদী পাড় হওয়ার একমাত্র ভরসা বাঁশের সাঁকো। সোনামুড়া মহাকুমার মেলাঘর কামরাঙ্গাতুলী বাজার সংলগ্ন গোমতী নদীর দুই পাড়ের মানুষের কথা চিন্তা করে বামফ্রন্ট সরকারের সময় গোমতী নদীর উপর একটি ঝুলন্ত সেতু নির্মাণ করা হয়। তারপর সেখানকার মানুষের দুঃখ দুর্দশা অনেকটা লাঘব হয়। কিন্তু গত বছর ভয়াবহ বন্যার সময় ঝুলন্ত সেতুটি হুরমুরিয়ে ভেঙ্গে পরে এবং জলের তোরে ভেসে যায়। তারপর থেকে সেখানকার নদীর দুই পারে বসবাসকারী মানুষের দুঃখ দুর্দশা ফের শুরু হয়। বর্তমানে কামরাঙ্গাতুলী এলাকায় গোমতী নদীর দুই পারে বসবাসকারী মানুষের নদী পারাপারের একমাত্র ভরসা বাসের সাঁকো কিংবা নৌকা। সেখানকার মানুষ প্রতিনিয়ত জীবনের ঝুকি নিয়ে এই বাসের সাঁকোর উপর দিয়ে নদী পারাপার করছে। এলাকার এক মহিলা জানান ঝুলন্ত সেতু থাকায় আগে সুবিধা হত।
বর্তমানে বাসের সাঁকো দিয়ে নদী পারাপার হতে অনেক সমস্যা হয়। সরকার থেকে পুনঃরায় ব্রিজ নির্মাণ করে দেওয়া হবে বলা হয়েছে। কিন্তু এখনো ব্রিজ নির্মাণ করে দেওয়া হয় নি। স্থানীয়রা বাসের সাঁকো তৈরি করেছে। এই বাসের সাঁকো দিয়ে চলাচল করার জন্য পরিবার পিছু মাসে ১০০ টাকা করে দিতে হয়। তাই তিনি দাবি জানান পুনঃরায় একটি ঝুলন্ত সেতু কিংবা ব্রিজ নির্মাণ করে দেওয়া হোক।