স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২ জুলাই :২০২২ সালের সকল এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণদের শিক্ষক পদে নিয়োগের দাবিতে বুধবার পুনরায় শিক্ষা ভবন চত্বরে গিয়ে বিক্ষোভে শামিল হয় চাকুরী প্রত্যাশীরা। তাদের বক্তব্য ৩ বছর অতিক্রান্ত হতে চলেছে। এখন পর্যন্ত তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না। ২০২২ সালে সেপ্টেম্বর মাসে বহু আশা নিয়ে তারা পরীক্ষায় বসে ছিল।
এখন তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আজকে তারা শিক্ষা দপ্তরের অধিকর্তার সাথে দেখা করতে এসেছিলেন। কিন্তু দেখা করার সুযোগ পায়নি। আগামী কিছুদিনের মধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তারা দাবি জানাবে আগামী কিছুদিনের মধ্যে যাতে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের সকলকে একসাথে নিয়োগ করার জন্য দাবি জানানো হবে বলেও জানান এদিন।