স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২ জুলাই :রাজ্যে রাজ্যে সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বর্তমান সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উত্তরসূরির নামও চলতি মাসের শেষের দিকে ঘোষণা হয়ে যাবে বলে গেরুয়া শিবির সূত্রে খবর।
বিজেপির তরফে জানা যাচ্ছে, ৩৭টি সাংগঠনিক রাজ্যের মধ্যে কমপক্ষে ১৮টি রাজ্যে সভাপতি নির্বাচন হয়ে গেলেই নাড্ডার উত্তরসূরির নাম ঘোষণা হবে। তারপরই দলের জাতীয় কর্মসমিতির বৈঠক হবে বলে জানা গিয়েছে। গোটা প্রক্রিয়া চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে শেষ হবে। সংসদের বাদল অধিবেশনের আগেই গোটা প্রক্রিয়া শেষ করতে চাইছে গেরুয়া শিবির। আবার ৪ থেকে ৬ জুলাই দিল্লিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রান্ত ও ক্ষেত্র প্রচারকদের অধিবেশন রয়েছে। সেখানে গোটা প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে বলে জানান সংঘের এক মুখপাত্র।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাজ্যে রাজ্যে চলছে বিজেপির সভাপতি নির্বাচনের প্রক্রিয়া। এর মাধ্যমে ত্বরান্বিত হচ্ছে বিজেপির জাতীয় সভাপতির নাম ঘোষণার সম্ভাবনা। বিজেপির সংবিধান অনুসারে জাতীয় সভাপতি নির্বাচন করতে হলে গোটা দেশের যে ৩৭টি সাংগঠনিক রাজ্য রয়েছে, তার মধ্যে অন্ততপক্ষে ১৯টিতে সভাপতি নির্বাচন সম্পন্ন করতেই হবে। মঙ্গলবার ১৯টি রাজ্যে সভাপতি নির্বাচন সম্পূর্ণ হতে চলেছে। সোমবারই পুদুচেরি ও মিজোরামে বিজেপির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। যে রাজ্যগুলিতে ইতিমধ্যেই নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন, সেখানে দেখা যাচ্ছে অনেকেই পুনঃনির্বাচিত হয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যেই কর্নাটক এবং মধ্যপ্রদেশে বিজেপির রাজ্য সভাপতির নাম ঘোষণা হবে।
অন্যদিকে মহারাষ্ট্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সেখানকার বর্তমান কার্যকরী সভাপতি ও চারবারের বিধায়ক রবীন্দ্র চৌহানের স্থলাভিষিক্ত হতে পারেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী চন্দ্রশেখর বাওয়ানকুলে। উত্তরাখণ্ডে আবার সভাপতি হিসাবে পুনরায় দায়িত্ব পেয়েছেন রাজ্যসভার সাংসদ মহেন্দ্র সিং ঘাটি। একের পর এক রাজ্যে বিজেপির সভাপতি পদের নাম ঘোষণার পর রাজনৈতিক মহল মনে করছে, চলতি জুলাই মাসেই জে পি নাড্ডার উত্তরসূরির নাম ঘোষণাও শুধু সময়ের অপেক্ষা।
নাড্ডার উত্তরসূরি কে হবেন, তা নিয়ে জোর জল্পনা রাজনৈতিক মহলে। তবে সবটাই নির্ভর করছে সংঘের ওপর। সেই ইঙ্গিতও মিলেছে। চলতি সপ্তাহে সংঘের তিনদিনের অধিবেশনে হাজির থাকার কথা বিজেপি শীর্ষনেতৃত্বের। সেখানেই সর্বভারতীয় সভাপতির নাম চূড়ান্ত হয়ে যাবে বলে জানা গিয়েছে।