Wednesday, July 16, 2025
বাড়িরাজ্যবিশালগড়ে কালী মন্দির এবং বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি

বিশালগড়ে কালী মন্দির এবং বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২ জুলাই :নেশার টাকা জোগাড় করতে এবার স্বয়ং কালী ঠাকুর ঘর সহ শিক্ষালয়ে হানা দিলো চোরের দল। ঘটনা বিশালগড় থানাধীন বাইদ‌্যার দীঘি শক্তি মাতা সংঘ কালীমন্দিরে ও পিএম শ্রী বাইদ‌্যাদীঘি এইচএস স্কুলে। প্রথম ঘটনাটি সংঘটিত হয় স্বয়ং কালী ঠাকুর মন্দিরে। কালী মন্দিরের দরজার ভেঙ্গে ভেতরে প্রবেশ করে প্রণামী বাক্স ভেঙ্গে সমস্ত টাকা চুরি করে নিয়ে যায়।

 এই কালী মন্দিরটি ছিল এলাকার সনাতনীদের দীর্ঘ বছর পুরনো ঐতিহ্যবাহী মন্দির। সেখানে মানুষ তার নিজের আশা-আকাঙ্ক্ষা সমস্ত কিছুই মাকে প্রণাম জানিয়ে নিবেদন করেন। এ কালীমন্দিরে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। দ্রুত ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। দ্বিতীয় ঘটনাটি পিএম শ্রী বাইদ‌্যাদীঘি এইচএস স্কুলের মিড ডে মিলের ঘরে। বুধবার প্রাত: বিভাগের শিক্ষক শিক্ষিকারা স্কুলে এসে দেখতে পায় মিড ডে মিলে মিলে ঘরে তালা ভাঙ্গা অবস্থায় পড়ে আছে।

শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে জানা যায়, স্কুলে চোরের দল হানা দিয়ে ৪০ টি ল্যাপটপ ও ট্যাবলেট নিয়ে যায়। তবে মন্ডল সভাপতি অভিযোগ ব্রাউন সুগার সহ একাধিক নেশায় আসক্ত যুবকরা তাদের নেশার টাকা জোগাড় করতেই এলাকায় এই সমস্ত চুরির ঘটনা সংঘটিত করছে। নেশায় বর্তমান যুবসমাজ ধ্বংসের পথে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য