স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জুন : রবিবার গভীর রাতে ভয়াবহ হামলার শিকার হলেন ৬ আগরতলা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক সুদীপ রায় বর্মন। রাত বারোটার পর বিধায়ক আবাসন থেকে কিছুটা দূরে অভয়নগর বাজারে তার উপর শাসকদলের দুষ্কৃতিকারীরা হামলা করে বলে অভিযোগ। দুষ্কৃতীদের হামলায় রক্তাক্ত হন সুদীপ রায় বর্মন।
গুরুতর আহত অবস্থায় তাকে আইএল এস হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। রাতে খবর লেখা পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে জানা যায় অভয়নগর বাজারে প্রথমে হামলা হয় সুদীপ রায় বর্মনের অত্যন্ত কাছের লোক হিসেবে পরিচিত বাপি ঘোস্বামীর উপর । সেই হামলার খবর পেয়ে সুদীপ রায় বর্মন কোন রকম নিরাপত্তারক্ষী ছাড়াই বাপিকে রক্ষার জন্য ঘটনাস্থলে ছুটে যান। তখনই অভয়নগর বাজারে তার উপর ইট এবং লাঠিসোটা নিয়ে হামলে পড়ে কিছু দুষ্কৃতী। পরে এলাকার লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে স্থানীয় এক যুব কংগ্রেস নেতা জানিয়েছেন। রাতে খবর লেখা পর্যন্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা রয়েছে। প্রশ্ন উঠেছে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।