স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জুন : ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অল্পতে রক্ষা পেল আগরতলা এম.বি.বি বিমানবন্দর। জানা যায় বিদ্যুতিক গোলযোগের কারণে সোমবার সকালে বিমানবন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার অফিসে অগ্নিকাণ্ড ঘটে। ঘটনাস্থলে ছুটে গিয়ে বিমানবন্দরে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। টাওয়ার রুমের ঠিক নিচে থাকা ঘরের যন্ত্রাংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
এবং আগুন টাওয়ার কন্ট্রোল রুমে পৌঁছালে সাময়িক কালের জন্য বিমানবন্দরে বিমান উঠানামা বন্ধ হয়ে যেতে পারত। তবে এদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ অগ্নিসংযোগের ঘটনাটি খতিয়ে দেখছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দর চত্বরের সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। বিমানবন্দরে থাকা যাত্রীদের মধ্যে শুরু হয় ছোটাছুটি। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কিছু সময় বিমানবন্দরে কাজ ব্যাহত হয়। তবে খনিকের মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছিল। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।