স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুন : আগামী ২৩ জুন উপনির্বাচন। ৬ আগরতলা ও ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনকে কেন্দ্র করে চলেছে জোর প্রস্তুতি। বুধবার থেকে শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে ইভিএম মেশিন কমিশনিং এর কাজ। উমাকান্ত অডিটোরিয়ামে এই কমিশনিং-এর কাজ চলছে।
বৃহস্পতিবারও ইভিএম কমিশনিং-এর কাজ চলবে। এইদিন ইভিএম কমিশনিং-এ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ছারাও উপস্থিত ছিলেন দুই কেন্দ্রের রিটার্নিং অফিসার, জাতীয় নির্বাচন কমিশন দ্বারা নিযুক্ত জেনারেল পর্যবেক্ষক সহ অন্যান্যরা। রিটার্নিং অফিসার অসীম সাহা জানান দুই কেন্দ্রের জন্য ২০ টি টেবিলে ইভিএম কমিশনিং করা হচ্ছে। পাশাপাশি দুই কেন্দ্রের উপ নির্বাচনের জন্য কতগুলি ইভিএম মেশিন ও ভিভি প্যাড রয়েছে তা তুলে ধরেন। তিনি আরও জানান ৬ আগরতলা কেন্দ্রে পোলিং স্টেশন রয়েছে ৫৫ টি। ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে পোলিং স্টেশন রয়েছে ৫৬ টি।