Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যইন্টার্নশিপ বৃদ্ধির দাবিতে ভেটেরিনারি কলেজে বিক্ষোভ

ইন্টার্নশিপ বৃদ্ধির দাবিতে ভেটেরিনারি কলেজে বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুন : এবার বিক্ষোভের সামিল হলো প্রাণী সম্পদ বিকাশ দপ্তর কলেজের ইন্টার্নশিপ ছাত্র-ছাত্রীরা। তাদের দাবি ইন্টার্নশিপ বৃদ্ধি করতে হবে। যে ইন্টার্শিপ তাদের দেওয়া হচ্ছে তা অত্যন্ত কম। বর্তমান সময়ে জিনিসপত্র মূল্য বৃদ্ধির পাশাপাশি ইন্টার্নশিপের টাকা বৃদ্ধি করা অত্যন্ত জরুরী বলে মনে করে তারা।

 বুধবার আর.কে নগর কলেজ অফ ভেটেনারি সাইন্সের সামনে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর কলেজের ইন্টার্নশিপ অ্যালাউন্স বৃদ্ধির দাবিতে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। তাদের বক্তব্য, ত্রিপুরার প্রাণী সম্পদ বিকাশ দপ্তর কলেজের ইন্টার্নশিপ অ্যালাউন্স মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রী থেকে অনেক কম। এই দাবি-দাওয়া নিয়ে বহুবার উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের দাবি দাওয়া পূরন করা দূরের কথা, বরং অবহেলার দৃষ্টিতে দেখা হয়েছে তাদের। তাই প্রতিবাদে সামিল হয়েছেন বলে জানান তারা। আরো বলেন যতদিন না পর্যন্ত দাবি মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হবে ততদিন আন্দোলন অব্যাহত থাকবে। পরবর্তী সময় কলেজ কর্তৃপক্ষ এসে ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে বিক্ষোভ প্রত্যাহার করার আহ্বান জানান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য