Friday, March 29, 2024
বাড়িরাজ্যপ্রচারে মুখ প্রাক্তন এবং প্রভারী, বাড়ি বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

প্রচারে মুখ প্রাক্তন এবং প্রভারী, বাড়ি বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুন : ভোট প্রচারে গতি আনতে মরিয়া শাসক দল। প্রার্থীদের দিয়ে জনসমর্থন চেয়ে ময়দানের উষ্ণতা পরিমাপ করে নিয়েছে বিজেপি। তাই এখন সদ্য অপসারিত মুখ্যমন্ত্রীকে দিয়ে প্রচারে গতি আনতে চাইছে শাসক শিবির। বুধবার ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ অশোক সিনহার সমর্থনে পদ যাত্রায় অংশ নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপি’র প্রভারী বিনোদ সোনকর, মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব।

 এদিন ৭ নং ওয়ার্ডের ৭ নং বুথ ইন্দ্রনগর জগৎপুর দশমীঘাট থেকে বিজেপি প্রার্থী ডাঃ অশোক সিনহাকে সঙ্গে নিয়ে পদজাত্রা শুরু হয়। এদিনের পদযাত্রায় প্রার্থী ডাঃ অশোক সিনহা ছাড়াও অংশ নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব, মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। বিজেপি প্রার্থী ডাঃ অশোক সিনহাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে এই পদযাত্রার আয়োজন করা হয়। বিজেপিই বিজেপি-র প্রতিদ্বন্দ্বী। অন্য কোন প্রতিদ্বন্দ্বী নেই। তাই যা কাজ হয়েছে তার থেকে আরো ভাল কাজ করতে চান বলে জানান বিজেপি প্রার্থী ডাঃ অশোক সিনহা। আকাঙ্খার চাইতে বেশি সাড়া মিলছে। মানুষ বিজেপি ছাড়া অন্য কিছু ভাবছে না বলে জানান তিনি। মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান সময়ের অপেক্ষা। বিজেপি-র জয় নিশ্চিত। চারটি আসনেই জয়ী হবে বিজেপি প্রার্থীরা।

 বিগত আট বছরে দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার কাজ করে গেছে। চার বছরে রাজ্য সরকার মানুষকে নতুন করে বাঁচার ও স্বপ্ন দেখার অধিকার দিয়েছে। তার জন্য বিজেপি-র কোন বিকল্প নেই। বাম কংগ্রেসের যে মিতালী স্পষ্ট হয়ে গেছে। তাদের দ্বি চারিতা সম্পর্কে মানুষ ওয়াকীবহল বলে জানান তিনি। কংগ্রেস ও সিপিএম-কে ভোট দিয়ে মানুষ যাতে তার ভোট নষ্ট না করেন তার আহ্বান জানান। পেছনের দরজা দিয়ে সিপিএম- কে ক্ষমতাসীন করতে কংগ্রেস ফের সক্রিয় বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিকে বুধবার বড়দোয়ালি কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ মানিক সাহা বাড়ি বাড়ি প্রচারে যান। তিনি বাড়ি বাড়ি প্রচার এর ওপর অত্যন্ত গুরুত্ব দিয়ে চলেছেন। তিনি মনে করছেন বাড়ি বাড়ি প্রচারে গিয়ে মানুষের জনসমর্থন চাইলেই মানুষ শাসক দলের উপর আস্থা বাড়বে। ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের যুব কল্যাণ ক্লাব কালী বাড়ি এলাকা থেকে প্রচার শুরু করেন তিনি। বিজেপি প্রার্থী ডাঃ মানিক সাহা জানান প্রচারে বেড়িয়ে ভাল সাড়া মিলছে। মানুষের কাছে যাওয়ার সুযোগ মিলছে। সবাই পরিচিত। তাদের কাছে গিয়ে সমস্যা গুলি সম্পর্কে অবগত হতে পারছেন কাছ থেকে। আগামী দিনে এই সমস্ত সমস্যা গুলি নিরসন করার লক্ষ্যে সরকার গুরুত্ব দিয়ে কাজ করবে। ৫৬ টি বুথ রয়েছে এই কেন্দ্রে। এদিন ৪৬ নাম্বার বুথে প্রচার সারেন। সমস্ত বুথে গিয়ে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ হচ্ছে এটাই বড় বিষয় বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য