স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৩ জুলাই : রবিবার আগরতলার কৃষ্ণনগর ঠাকুর পল্লী রোডস্থিত সিপিআই রাজ্য দপ্তর জুনু দাস ভবনে শুরু হল সিপিআই-র ২৩’তম রাজ্য সম্মেলন। সম্মেলন স্থানের নামকরণ করা হয়েছে কমরেড অতুল কুমার অঞ্জন-মনোরঞ্জন বসাক নগর। এবং সম্মেলনের মঞ্চের নাম করণ করা হয়েছে কমরেড ধীরেন্দ্র রিয়াং-মানস দেব্বর্মন মঞ্চ।
এইদিন দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদানের মধ্যে দিয়ে সম্মেলনের সুচনা হয়। সম্মেলনে উপস্থিত রয়েছেন সিপিআই জাতীয় সম্পাদক মন্ডলীর সদস্য কে.নারায়না এবং পল্লব সেনগুপ্ত সহ অন্যান্যরা। সিপিআই নেতা পল্লব সেনগুপ্ত জানান এইদিনের সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে সিপিআই ও বামপন্থীকে শক্তিশালী করা। এবং ত্রিপুরা রাজ্য থেকে বিজেপি সরকারকে উৎখাত করা। বিজেপি হটাও, ত্রিপুরা বাঁচাও এইটা সিপিআই-র মূল শ্লোগান।