স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ জুন : ঘুষের সাগরে ডুবেছে বিলোনিয়া মহিলা থানা বলে অভিযোগ। বিলোনিয়া সুকান্ত কলোনি এলাকায় নির্যাতনের শিকার গৃহবধূ। গৃহবধূর নাম মীনাক্ষী দাস। স্বামীর নাম শুকলাল দাস। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজনেরা অন্য ধর্মের হওয়ায় গৃহবধুর উপর নির্যাতন করে আসছে। যারা নির্যাতন করছেন তারা হলেন কুট্টি দাস, টিটন দাস, রতন দাস সহ অন্যান্যরা।
তারা সকলেই গৃহবধূর শ্বশুরবাড়ির নিকটবর্তী আত্মীয়। বহুবার বিলোনিয়া মহিলা থানার দারস্থ হয়েছিলেন, অথচ পুলিশের কাছ থেকে কোনরকম সহযোগিতা পান না। থানায় গেলে ম্যাডাম বলে গৃহবধুর সাথে সমস্যা মেটাতে তার শ্বশুরবাড়িতে যেতে হলে টাকা দিতে হবে। না হলে ম্যাডাম যাবেন না। এ বিষয়ে গ্রাম প্রধানকে জানানো হলে তিনিও তার শ্বশুরবাড়ির লোকজনদের পক্ষপাতিত্ব করে চলেছেন। নিরুপায় হয়ে শ্বশুরবাড়ি ছেড়ে বর্তমানে খোলা আকাশের নিচে ভিক্ষা করে বেঁচে আছেন অসহায় গৃহবধূ এবং তার স্বামী ও সন্তানেরা। তিনি জানান শ্বশুরবাড়িতে বহুবার গিয়ে থাকার চেষ্টা করেছেন। অথচ তার উপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে শ্বশুরবাড়ি লোকজন। প্রশাসনের কাছে গিয়েও কোন বিচার পাচ্ছে না। দিশেহারা হয়ে গত সাত দিন ধরে রোদে বৃষ্টিতে ভিজে বর্তমানে খোলা আকাশের নিচে আছেন।প্রশাসনের এমন ভূমিকা রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।