স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৬ জুন : দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তকে খুনের হুমকি! বৃহস্পতিবার গভীর রাতে গাজিয়াবাদ পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। ফোনের ওপার থেকে দিল্লির মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেওয়া হয়।
গাজিয়াবাদ পুলিশের তরফে তৎক্ষণাৎ বিষয়টি দিল্লি পুলিশকে জানানো হয়। সূত্রের খবর, ইতিমধ্যেই এক দুষ্কৃতীকে চিহ্নিত করেছে পুলিশ। যদিও হুমকি দেওয়ার পরেই ফোনটি বন্ধ করে দেন অভিযুক্ত। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কোতোয়ালি থানা এলাকা থেকে ওই হুমকি ফোনটি করা হয়েছিল। অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে মাত্র একদিন আগেই রেখা গুপ্ত ১/৮ রাজ নিবাস মার্গে সরকারি বাসভবনে প্রবেশ করেন। একশো দিনের বেশি মুখ্যমন্ত্রীর পদে থাকর পর তাঁর জন্য এই সরকারি বাসভবন বরাদ্দ করা হয়। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই খুনের হুমকি দেওয়া হল দিল্লির মুখ্যমন্ত্রীকে।
অপারেশন সিঁদুরের পর দেশের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় বোমাতঙ্কের ঘটনা ঘটেছিল। বম্বে বিমানবন্দর, তাজ হোটেল, তাজমহল-সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় হুমকি মেল ও ফোন এসেছিল। সম্প্রতি কলকাতার স্বাস্থ্যভবনেও পরপর দু’দিন বোমাতঙ্ক ছড়িয়েছিল। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ জায়গার নিরাপত্তা বাড়ানোর হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয় একাধিক ভিভিআইপির। এরই মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দিয়ে ফোন এল পুলিশের কন্ট্রোল রুমে। যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি পুলিশ।