স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ জুন : আগরতলা শহর বন্যা কাটিয়ে উঠে বিপর্যস্ত হয়েছে জনজীবন। ময়দানে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দল। শুক্রবার সিপিআইএম সদর মহকুমা কমিটির পক্ষ থেকে সদর মহকুমা শাসকের দারস্থ হয়েছে একটি প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটি নেতৃত্ব অমল চক্রবর্তী। তিনি জানান, গত ৩১ মে প্রবল বর্ষণে আগরতলা শহর জলের নিচে চলে গেছে। মানুষ আশ্রয় নিয়েছিল শরণার্থী শিবিরে। এখন লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন এলাকা থেকে জল নেমে যাওয়ার পর বাড়িঘর, কৃষি জমি এবং রাস্তাঘাটে পলি মাটি জমে গেছে। বিশুদ্ধ পানীয় জল নেই, সেনাটাইজেশনের কোন ব্যবস্থা নেই।
অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়ে আছে বিভিন্ন এলাকায়। তাই সদর মহকুমা শাসকের কাছে দাবী জানানো হয়েছে অবিলম্বে সেনেটাইজেশনের ব্যবস্থা করতে হবে, বিভিন্ন এলাকার গুলিতে স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করার, তৃতীয় দাবি জানানো হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে আর্থিক সহযোগিতা করার জন্য, কারণ দুঃখের হল সত্যি বিগত বছর ভয়াবহ বন্যার পর এখন পর্যন্ত রাজ্যের ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতা করা হয়নি। তাই পুনরায় সম্প্রতি বন্যা নিয়ে দাবী জানাতে বাধ্য হয়েছে। আরো বলেন বর্তমান সরকারের যারা আছে তারা ২০১৭ সালে ক্ষমতায় আসার আগে দাবী করেছিল বামফ্রন্ট সরকার জল নামাতে পারছে না। তাই তারা ক্ষমতায় আসতে পারলে আগরতলা বাসী বৃষ্টির জল থেকে মুক্তি দেওয়া হবে। কিন্তু দেখা যাচ্ছে এখন তারাই হাওড়া নদী এবং কাটাখালের নাব্যতা বাড়াতে পারছে না। অথচ তারাই দাবি করেছিল বড়মুড়ায় বাঁধ নির্মাণ করে আগরতলা শহরকে জলমুক্ত করে দেবে। তাই বিশেষজ্ঞ কমিটি গঠন করে আগরতলা বাসীকে জলমুক্ত করার জন্য হাওড়া নদী এবং কাটাখালের নাব্যতা বাড়ানোর দাবি জানানো হয়েছে।