স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুন : কোন ব্যক্তির মধ্যে আত্ম বিশ্বাস না থাকলে তবে তার উন্নয়ন কখনোই সম্ভব নয়। ঠিক দেশ হিসাবে ভারত বর্ষের আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারনে। শুক্রবার বিজেপি প্রদেশ কার্যালয়ে বিজেপি সদর গ্রামীন জেলার উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিন বর্তমান কেন্দ্রীয় সরকারের ৮ বছরের জন কল্যাণ মুখী কাজ গুলি তুলে ধরেন তিনি। আত্ম নির্ভর ভারত, দেশ প্রেম, জাতীয়রা বোধ বৃদ্ধি পেয়েছে। ভারত মাতার জয় বলতে দেশবাসী গর্ব বোধ করেন। কৃষকদের আয় বৃদ্ধি পেয়েছে প্রধানমন্ত্রীর হাত ধরে। মৌলিক অধিকার পৌঁছে দিয়েছেন বলে জানান তিনি। শুক্রবার ও শনিবার দুদিন ব্যাপী রাজ্য জুড়ে সাংবাদিক সম্মেলন করা হবে বলে জানান তিনি। বর্তমান সরকার গরীব মানুষের সঙ্গে বঞ্চনা ও রাজনীতি করে না। প্রধানমন্ত্রী বলেছেন গরীবের সঙ্গে কোন রঙ দেখা হবে না । তাই তাদের কাছে সমস্ত সরকারী প্রকল্প গুলি পৌঁছে দিচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকার বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। বর্তমান কেন্দ্রীয় সরকারের ৮ বছরে সাফল্য গুলি তুলে ধরেন তিনি। এটা মূল্যায়ন করার জন্য আহ্বান জানান তিনি।