স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুন : প্রতাপগড় সৎসঙ্গ এলাকার বাসিন্দা সনজিৎ সূত্র ধরের বাড়িতে মাটির কাজ করতে গিয়ে মাটির চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু এক শ্রমিকের। গুরুতর আহত অবস্থায় অপর এক শ্রমিককে দমকল কর্মীরা উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়।
আহত শ্রমিকের নাম প্রণয় দাস। বয়স ৩০ বছর। বাড়ি সোনামুড়া এলাকায়। বাড়ির মালিক জানান, বাড়িতে ঘর নির্মাণের জন্য টেন্সের মাটি কাটার কাজ চলছিল। সে সময় মাটির নিচে পড়ে যায় দুই শ্রমিক। খবর দেওয়া হয় দমকলকর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে একজন শ্রমিককে উদ্ধার করে আহত অবস্থায় তিনি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অপর শ্রমিক মাটির নিচে চাপা পড়ায় তার সন্ধান পাওয়া যায় নি। উদ্ধারের জন্য চলছে কাজ। ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।