স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুন : ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর সুদীপ রায় বর্মনের হয়ে বাড়ি বাড়ি প্রচারে বের হয়েছিলেন কংগ্রেস কর্মীরা। তাদের বাড়িতে গিয়ে মারধর করে হুমকি দিয়েছে শাসকদলের দুর্বৃত্তরা বলে অভিযোগ। জানা যায়, কংগ্রেস কর্মীকে বাড়িতে গিয়ে বিজেপি দুষ্কৃতিকারীরা হুমকি দিয়ে এসেছে যাতে কংগ্রেসের সঙ্গে দেখা না যায়।
তাই প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি রাখু দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল বৃহস্পতিবার পশ্চিম থানায় একটি মামলা করেন। অভিযুক্তদের মধ্যে রয়েছে বিজেপি’র দুষ্কৃতিকারী জমির উদ্দিন। সেই দুষ্কৃতিকারীকে যদি ৪৮ ঘণ্টার মধ্যে পুলিশ গ্রেফতার না করে, তাহলে থানা ঘেরাও করবে বলেও হুঁশিয়ারি দেন যুব কংগ্রেস সভাপতি। আরো বলেন, উপনির্বাচন যদি পঞ্চায়েত ভোটের মতো ভাবে তাহলে ভুল করছে বিজেপি। যদি কোন কংগ্রেস কর্মীর উপর আর আঁচড় পড়ে, তাহলে এর পাল্টা আক্রমণ হবে। কিন্তু তারপরেও সুদীপ রায় বর্মনকে আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে রেকর্ড ভোটে জয়ী করে আনবে যুব কংগ্রেস। এমনটাই বিজেপি’র উদ্দেশ্যে বার্তা দিলেন রাখু দাস।