Thursday, April 18, 2024
বাড়িরাজ্যআটক ৮ রোহিঙ্গা

আটক ৮ রোহিঙ্গা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুন : ভেলুয়ারচর নাকা পয়েন্ট থেকে কলমচৌড়া থানার পুলিশ ৮ জন রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়। জানা যায় বৃহস্পতিবার কলমচৌড়া থানার পুলিশ প্রতিদিনের ন্যায় নাকা পয়েন্ট চেক করার সময় একটি গাড়ি করে ৮ লোককে দেখে প্রথমে সন্দেহ হয়। পরে তদন্ত করে জানতে পারে ৮ জন রোহিঙ্গাকে নিয়ে আগরতলা চন্দ্রপুর বাস স্ট্যান্ড থেকে বক্সনগর এর দিকে আসছিল। নাকা পয়েন্টে আসার সাথে সাথে পুলিশ তাদের তল্লাশি চালিয়ে ৮ রোহিঙ্গাকে আটক করে থানায় নিয়ে আসে।

 তারা দিল্লি থেকে ট্রেনে করে প্রথমে গুহাটিতে আসে। তারপর বিকেলের দিকে গোহাটি থেকে বাস করে আগরতলায় চন্দ্রপুর বাসস্ট্যান্ডে আসে। চন্দ্রপুর  থেকে টি আর ০১ এম -০৬৪৫ নম্বরের একটি গাড়ি করে বক্সনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার হওয়ার জন্যই সীমান্তে আসার পথেই আটক হয় ৮ জন রোহিঙ্গা। তাদের বর্তমানে কলমচৌড়া থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তাদের সকলের কাছেই ভারতীয় আধার কার্ড রয়েছে। এই আটজন রোহিঙ্গার মধ্যে এক জন পুরুষ, মহিলা দুইজন, নাবালক শিশু রয়েছে পাঁচজন। তারা প্রত্যেকে মায়ানমার থেকে কয়েক বছর আগে বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করার পর আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে কোন একটি অঞ্চলে অবস্থান করে। তারা জানায় দিল্লিতে তারা প্রায় ১০ বছর ছিল। দিল্লি থেকে বাংলাদেশে যাওয়ার জন্য তারা  বক্সনগর সীমান্ত দিয়ে পার হওয়ার জন্য আসেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য