নয়াদিল্লি, ২ জুন (হি.স.) : করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। সোনিয়ার শরীরে হালকা জ্বর ও করোনার মৃদু উপসর্গ রয়েছে বলে জানা গিয়েছে। নিজেকে আইসোলেশনে রেখেছেন তিনি।
বৃহস্পতিবার কংগ্রেস নেতা রণদীপ সুরেজওয়ালা জানিয়েছেন, “কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁর শরীরে হালকা জ্বর ও করোনার মৃদু উপসর্গ রয়েছে। নিজেকে আইসোলেশনে রেখেছেন তিনি ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে তাঁকে।”
করোনা-আক্রান্ত সোনিয়া গান্ধীর সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সুস্থতা কামনা করছি। কোভিড-১৯ থেকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।
প্রসঙ্গত, ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী এবং তাঁর ছেলে রাহুল গান্ধীকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ৮ জুন সোনিয়াকে হাজিরা দিতে বলা হয়েছে। এরইমধ্যে সোনিয়া করোনায় আক্রান্ত হয়েছেন, তাহলে কী তিনি ইডি-র জেরা এড়িয়ে যাবেন? এই প্রশ্নের উত্তর দিয়েছেন সুরেজওয়ালা। তিনি বলেছেন, করোনা রিপোর্ট নেগেটিভ এলেই হাজিরা দেবেন সোনিয়া গান্ধী। বিদেশে থাকার কারণে বৃহস্পতিবার হাজিরা দেননি রাহুল গান্ধী।