Saturday, January 25, 2025
বাড়িজাতীয়করোনায় আক্রান্ত সোনিয়া গান্ধী, সুস্থতা ও আরোগ্য কামনা প্রধানমন্ত্ৰীর

করোনায় আক্রান্ত সোনিয়া গান্ধী, সুস্থতা ও আরোগ্য কামনা প্রধানমন্ত্ৰীর

নয়াদিল্লি, ২ জুন (হি.স.) : করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। সোনিয়ার শরীরে হালকা জ্বর ও করোনার মৃদু উপসর্গ রয়েছে বলে জানা গিয়েছে। নিজেকে আইসোলেশনে রেখেছেন তিনি।

বৃহস্পতিবার কংগ্রেস নেতা রণদীপ সুরেজওয়ালা জানিয়েছেন, “কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁর শরীরে হালকা জ্বর ও করোনার মৃদু উপসর্গ রয়েছে। নিজেকে আইসোলেশনে রেখেছেন তিনি ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে তাঁকে।”

করোনা-আক্রান্ত সোনিয়া গান্ধীর সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সুস্থতা কামনা করছি। কোভিড-১৯ থেকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।

প্রসঙ্গত, ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী এবং তাঁর ছেলে রাহুল গান্ধীকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ৮ জুন সোনিয়াকে হাজিরা দিতে বলা হয়েছে। এরইমধ্যে সোনিয়া করোনায় আক্রান্ত হয়েছেন, তাহলে কী তিনি ইডি-র জেরা এড়িয়ে যাবেন? এই প্রশ্নের উত্তর দিয়েছেন সুরেজওয়ালা। তিনি বলেছেন, করোনা রিপোর্ট নেগেটিভ এলেই হাজিরা দেবেন সোনিয়া গান্ধী। বিদেশে থাকার কারণে বৃহস্পতিবার হাজিরা দেননি রাহুল গান্ধী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য