স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুন : ২০২৩ -এ বিধানসভা নির্বাচনে লড়াই করার আগে তিপ্রা মথাকে ২০২২ -এর আসন্ন উপনির্বাচন লড়াই করা জরুরী। লন্ডন থেকে ফিরে এসে রাজ্যে পা রেখে এই কথাই বললেন তিপ্রা মথার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন।
তিনি বলেন আসন্ন উপনির্বাচন লড়াই করতে বৃহস্পতিবার এবং শুক্রবার দুই দিন দলের নেতৃত্বদের সাথে বৈঠক হবে। বৈঠকের পর চারটি আসনে প্রার্থী ঘোষণা করা হবে। এমনটাই বললেন প্রদ্যোত কিশোর দেববর্মন। তবে জয় নিয়ে কতটা নিশ্চিত তার মুখ খুলেন নি প্রদ্যোৎ। যতদূর জানা যায় আগামী শুক্রবার ঘোষণা হতে পারে মথার চার আসনের প্রার্থী। এবং চারটি আসনেই মথা কোন জাতীয় দলের সাথে লড়াই করবে না বলে অভ্যন্তরীণ সূত্রে খবর। কিন্তু জয় কতটা নিশ্চিত করতে পারবে সেটাই এখন সবচেয়ে বড় বিষয়। কারণ বহুমুখী লড়াইয়ে জাতীয় দল গুলি মথাকে প্রধান প্রতিদ্বন্দ্বী দল হিসেবে মনে করছে না। সুতরাং জাতীয় দল গুলি নিজেদের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই করতে চলেছে। কিন্তু দুর্বলতায় পরিচয় দিতে নারাজ মথা। তবে জয় কোনদিকে সেটা সময়ের অপেক্ষা।