Friday, March 29, 2024
বাড়িরাজ্যপ্রচারে এগিয়ে বিরোধীরা

প্রচারে এগিয়ে বিরোধীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুন : উপনির্বাচনকে সামনে রেখে বামফ্রন্ট এবং কংগ্রেস ইতিমধ্যেই তেজী প্রচার শুরু করে দিয়েছে। শাসক দল বিজেপি’কে ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দিতে প্রস্তুত আগরতলা প্রধান বিধানসভা কেন্দ্র ৮ নং টাউন বড়দোয়ালী। বিরোধীদের বক্তব্য ওয়ান পলিটিক্স মুছে ফেলতে ২০২৩ -এর আগে উপনির্বাচন মাইলস্টোন। তাই শাসক-বিরোধী উভয় দলই নির্বাচনী ময়দানে গণদেবতা রায় নিতে মরিয়া।

৮ নং বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে বামফ্রন্ট সমর্থিত ফরওয়ার্ড ব্লকের প্রার্থী রঘুনাথ সরকার বৃহস্পতিবার বাড়ি বাড়ি প্রচারে বের হন। তিনি জানান প্রচারে বের হয়ে জনগণের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন। কারণ জনগণ একটি তাসের মধ্যে পড়ে আছে। তাই তারা মুক্তি চাইছে। মুক্তি একমাত্র বামপন্থী দিতে পারবে। বামফ্রন্টের কাছে মূলত প্রদান প্রতিশ্রুতি হল কর্মসংস্থান এবং আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা বলে জানান মনোনীত প্রার্থী রঘুনাথ সরকার। 

এদিকে কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা জানান, এদিন অমীয় সাগর পাড় এলাকার মানুষ বর্ষার মরশুমে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বন্যার জল বাড়িঘর ও দোকানপাটে প্রবেশ করে। প্রচারে বের হয়ে এলাকার মানুষের কাছ থেকে এই অভিযোগ পেয়েছেন। শাসকদল যে প্রতিশ্রুতি দিয়ে সরকার প্রতিষ্ঠা করেছিল তা পালন করে নি। তাই কংগ্রেস প্রতিষ্ঠা হলে সেই মাস্টারপ্ল্যান পরে জল মুক্ত করা হবে বলে আশ্বাস দেন আশীষ কুমার সাহা।  

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য