Saturday, January 25, 2025
বাড়িরাজ্যলংকার কান্ড পুরনো মোটর স্ট্যান্ড এলাকায়

লংকার কান্ড পুরনো মোটর স্ট্যান্ড এলাকায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুন : নেশাকে কেন্দ্র করে লংকার কান্ড রাজধানীর পুরনো মোটর স্ট্যান্ড এলাকায়। পূর্বের ঘটনার জেরে বুধবার পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় নেশা কারবারিদের বাধা দিতে গিয়ে দুই শ্রমিক আক্রান্ত হন। নেশা কারবারিরা দুই ই রিকশা শ্রমিককে প্রচন্ডভাবে মারধর করে ।

 এমন কি নেশা কারবারিদের কেন বাধা দেওয়া হলো তার জন্য  তারা মদের বোতল ছোড়ে। এই ঘটনায় এক টমটম চালকের  বোতল ভেঙ্গে পায়ে ছুড়ে মারে। ডান পায়ে আঘাত লাগে টমটম চালক বিজয় রায়ের। ই রিকশা শ্রমিকের পা পর্যন্ত কেটে যায়। উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আই জি এম হাসপাতালে। এই ঘটনায় বৃহস্পতিবার ই রিক্সা শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সুষ্ঠু তদন্তের জন্য আগরতলা  পূর্ব থানায় গিয়ে শ্রমিক সংগঠনের নেতৃত্বরা দাবি জানায়। তাদের বক্তব্য সেন্ডিকেটের মধ্যে নেশার সেবন ও কারবার বন্ধ করতে সক্রিয় হতেই এই আক্রমণ সংগঠিত করা হচ্ছে। অথচ পুলিশকে জানানো হলেও তারা কোন পদক্ষেপ নিচ্ছে না। একই সঙ্গে এদিন এক ই রিক্সা শ্রমিক ভারা নিয়ে আই টি আই-র কাছে যাত্রী নিয়ে গেলে তাকে টাকা না দিয়ে মারধোর করা হয়। এই সমস্ত ঘটনার প্রতিবাদে ই রিক্সা চলাচল বন্ধ রাখে ত্রিপুরা ইলেকট্রিক ই রিক্সা শ্রমিক সংঘের পুরাতন মোটর স্ট্যান্ড শাখা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য