স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৩ জুলাই : আজ সারা দেশে পরিবহন শিল্প আক্রান্ত। পেট্রোল, ডিজেল, সিএনজি গ্যাস, ইন্সুরেন্সের মূল্য দারুন ভাবে বৃদ্ধি পেয়েছে। আর এর সঙ্গে মানুষের আয় উপার্জন দিন দিন কমছে। রবিবার মুক্তধারা অডিটরিয়ামে ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রয়োদশ কেন্দ্রীয় সম্মেলনে একথা বলেন প্রাক্তন পরিবহন মন্ত্রী তথা সি আই টি ইউ রাজ্য কমিটির সভাপতি মানিক দে।
তিনি বলেন, দেশের পরিবহন ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। বিভিন্ন জরিমানার নাম করে গাড়ি চালকদের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে। ত্রিপুরা রাজ্য প্রায় সাড়ে তিন লক্ষাধিকের মতো শ্রমিক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পরিবহন শিল্পের সাথে জড়িত রয়েছে। বর্তমানে তোল্লা আদায় এবং সমস্ত কিছু মূল্য বৃদ্ধিতে তাদেরও নাভিশ্বাস হতে গেছে। আরো বলেন রাজ্যের মোটর স্ট্যান্ড গুলির মধ্যেও চরম তোলাবাজি চলছে। এর জন্য প্রতিবাদ করলে পরিবহন শ্রমিকদের আক্রান্ত হতে হচ্ছে। তিনি আরো বলেন এই তোলাবাজির সাথে জড়িত শাসকদলের শ্রমিক সংগঠন। শাসক দলের শ্রমিক সংগঠনগুলি পরিবহন শ্রমিকদের কাছ থেকে বছরে প্রচুর পরিমাণে চাঁদা গ্রহণ করছে বলে জানান তিনি। আয়োজিত এদিনের সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সি আই টি ইউ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত।