স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ মে : সম্প্রতি উচ্চ আদালত এক রিট মামলার রায়ে রাজ্য স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছে অবিলম্বে সমস্ত জেলার পুলিশ সুপার, রাজ্য আইন-শৃঙ্খলা বিভাগের আই জি এবং ডি জি বৈঠক ডেকে যাতে ললিতা কুমার মামলায় ২০১৪ সালে সুপ্রিম কোর্টের নির্দেশ প্রতিটি থানায় কার্যকর করা হয়, তার জন্য নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, উজয়পুরের বাসিন্দা সুভাষ পাল নামে এক ব্যক্তি আদালতে রিট মামলা করেন। সুভাষ পালের উপর গত ১ মার্চ এক দুষ্কৃতী আক্রমণ করে গুরুতর ভাবে রক্তাক্ত করে এবং তার সাত কানি রাবার বাগান আগুন লাগিয়ে ধ্বংস করে দেয় সেই দুষ্কৃতী।
তারপর মধুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন সুভাষ পাল। কিন্তু পুলিশ মামলা রেজিস্টার করেনি। পরবর্তী সময় সিপাহীজলা পুলিশ সুপারকে বলা হয়েছিল। পুলিশ সুপারও কোনো ব্যবস্থা নেয়নি। তারপর যখন হাইকোর্টে মামলা হয়, তখন থানা বাবু এবং পুলিশ সুপারের টনক নড়ে। কারণ যখন কেউ গুরুতরভাবে আক্রমণের শিকার হয়, তখন পুলিশ মামলা সাথে সাথে গ্রহণ করতে বাধ্য হবে। এবং মামলা নিয়ে রিসিভ কপি দেওয়া থানা থেকে দেওয়া হবে। কিন্তু রাজ্যে দেখা যাচ্ছে বহু মানুষ থানায় গিয়ে মামলা দায়ের করতে দুর্ভোগ পোহাচ্ছে। তাই উচ্চ আদালত রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে এই নির্দেশ প্রদান করেছে। শনিবার ললিতা কুমারী মামলার বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে এ কথা বলেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। তিনি জানান, এই নির্দেশে বিচারপতি শুভাশিস তলাপাত্র জানিয়েছেন ২০১৫ সাল থেকে রাজ্যে বিষয়টি পর্যবেক্ষণ করছে উচ্চ আদালত। মামলা দায়ের করতে নাগরিকরা অত্যন্ত হয়রানির শিকার হচ্ছে। বহু সময় পুলিশ আধিকারিকরা তাদের দায়িত্ব পালন করছেন না। তাই এই নির্দেশটি রাজ্য স্বরাষ্ট্রসচিবকে দেওয়া হয়েছে। এতে নাগরিকরা উপকৃত হবে। এবং কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে যাতে মামলার সাথে সাথে বিনামূল্যে রিসিভ কপি পুলিশ অভিযোগকারীকে প্রদান করে। নাগরিকদের হেনস্থা বন্ধ করতে উচ্চ আদালতের এই নির্দেশ দিয়েছে। উচ্চ আদালত আগামী দিনে বিষয়টি দিকে বিশেষ নজর রাখবে। ২৪ মে এই নির্দেশ প্রদান করেছে উচ্চ আদালত।