Saturday, February 15, 2025
বাড়িজাতীয়ভারত সর্বদা আফগানিস্তানের গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার ছিল, আছে এবং থাকবে : অজিত দোভাল

ভারত সর্বদা আফগানিস্তানের গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার ছিল, আছে এবং থাকবে : অজিত দোভাল



দুশানবে, ২৭ মে (হি.স.): ভারত সর্বদা আফগানিস্তানের গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার ছিল, আছে এবং ভবিষ্যতেও তা থাকবে। তাজিকিস্তানের রাজধানী দুশানবে-তে চতুর্থ আঞ্চলিক নিরাপত্তা সংলাপে অংশ নিয়ে এ কথা বলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

 শুক্রবার আফগানিস্তান নিয়ে চতুর্থ আঞ্চলিক নিরাপত্তা সংলাপে অজিত দোভাল বলেছেন, “ভারত সর্বদা আফগানিস্তানের গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার ছিল, আছে এবং থাকবে। বহু শতাব্দী ধরে আফগানিস্তানের জনগণের সঙ্গে বিশেষ সম্পর্ক ভারতের দৃষ্টিভঙ্গিকে পথ দেখাবে। কিছুই তা পরিবর্তন করতে পারবে না।”

চতুর্থ আঞ্চলিক নিরাপত্তা সংলাপে অজিত দোভাল আরও বলেছেন, “আঞ্চলিক সংলাপ সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় আফগানিস্তানের জনগণকে আবারও একটি সমৃদ্ধ ও প্রাণবন্ত দেশ গঠনে সহায়তা করতে পারি আমরা।” চতুর্থ আঞ্চলিক নিরাপত্তা সংলাপের ফাঁকে ইরান, তাজিকিস্তান, রাশিয়া ও অন্যান্য দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দোভাল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য