স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ মে : রাস্তা সংস্কারের জন্য শ্রীনগর থানার দারোগা বাবুকে ফোন করলেন প্রমিলা বাহিনীর নেতা। কিন্তু দারোগাবাবু ফোন না তোলায় নিরাশ হয়ে পড়লেন। অবশেষে স্থানীয় শাসক দলের নেতাকর্মীদের রক্তচক্ষু উপেক্ষা করে অন্যান্য মহিলাদের সঙ্গে নিয়ে রাস্তা বন্ধ করে দেয় এলাকার প্রামিলা বাহিনী। অভিযোগ শ্রীনগর পঞ্চায়েতের অন্তর্গত আম্বেদকর চৌমুহনী এলাকার মহিলাদের। তারা জানান রাস্তাটির দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে।
পঞ্চায়েত থেকে শুরু করে জনপ্রতিনিধিদের অবগত করা হলে রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। এলাকায় রয়েছে একটি কোম্পানি। সেই কোম্পানির গাড়ি প্রতিনিয়ত যাতায়াত করার রাস্তাটির অবস্থা আরো বেশি বেহাল হয়ে পড়েছে। এতে করে প্রতিদিন রাতে মানুষ যাতায়াত করতে দুর্ভোগ পোহাচ্ছে। ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। বিষয়টি নিয়ে গত একবছর আগে প্রতিবাদ জানালে, স্থানীয় শাসক দলের নেতা ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। পরবর্তী সময় পুলিশ গিয়ে বিষয়টি বুঝতে পারে মিথ্যা মামলায় ফাঁসাতে এধরনের চক্রান্ত করা হয়েছে। তখন থানার দারোগা বাবু আশ্বস্ত করেছিলেন পঞ্চায়েতের সাথে কথা বলে তিনি রাস্তাটি সংস্কার করে দেবেন। কিন্তু দারোগাবাবু আশ্বাস বাস্তব হলো না। রাস্তাটি সংস্কার করে দিতে দারোগাবাবুকে রাস্তার মহিলারা বহুবার ফোন করলেও ফোন তুলছেন না তিনি। তাই এবার স্থানীয় নেতাকর্মীদের রক্তচক্ষু উপেক্ষা করে এবং থানার দারোগা বাবুর প্রতি আস্থা হারিয়ে রাস্তাটি বন্ধ করে দেয় ক্ষুব্ধ মহিলারা। তারা আরো জানান, এবার যদি কোন ধরনের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। এখন দেখার বিষয় রাস্তাটি সংস্কার করার জন্য দারোগাবাবু এগিয়ে আসেন নাকি স্থানীয় পঞ্চায়েত।