Sunday, February 16, 2025
বাড়িরাজ্যবাস চালককে মারধর, থানায় মামলা

বাস চালককে মারধর, থানায় মামলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ মে : বাসের সিট নিয়ে চালকের সঙ্গে যাত্রীর বচসা। পরে বাস চালককে মারধরের অভিযোগ। আক্রান্ত বাস চালকের নাম রতন ঘোষ। ঘটনা বিশালগড় থানাধীন চরিলাম বাজার সংলগ্ন এলাকায়। জানা গেছে বৃহস্পতিবার রাতে রাজধানীর নাগেরজলা মোটর স্ট্যান্ড থেকে উদয়পুরের বাসে করে যাওয়ার জন্য দক্ষিণ চরিলাম এলাকার শুভম দেবনাথ নামে এক যুবক বাসে উঠে। তখন বাস চালক জানায় গাড়ির সামনের দিকের সিটে বিশালগড় কিংবা চরিলামের যাত্রীরা বসতে পারবে না, উদয়পুরের যাত্রীদের পেছনের সিটে বসতে বলেন।

আর এ বিষয় নিয়ে বাক-বিতণ্ডার সৃষ্টি হয় বাস চালকের সঙ্গে যাত্রী শুভম দেবনাথের। পরে শুভম দেবনাথ বাসের পেছনের সিটে বসে আসে এবং ফোন করে চরিলাম বাজার এলাকায় তার বন্ধুদের থাকতে বলে। বাসটি যখন চরিলাম বাজার এলাকায় পৌঁছায় তখন শুভম দেবনাথ সহ তার ২০-২৫ জন বন্ধু মিলে বাস চালককে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ বাস চালক রতন ঘোষের। ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার বি এম এস এর একটি প্রতিনিধি দল বিশালগড় থানায় অভিযুক্ত শুভম দেবনাথের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।অবিলম্বে দোষীদের বিরুদ্ধে পুলিশ যেন ব্যবস্থা গ্রহণ করে তার জন্য দাবি জানান। উল্লেখ্য, দুপুরের পর থেকে নাগেরজলা মোটর স্ট্যান্ড থেকে যে সমস্ত বাসগুলো রাজ্যের দক্ষিণ প্রান্তে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় সেই বাসগুলোতে বিশালগড়, চরিলাম কিংবা আশপাশের যাত্রীদের বসার সিট দেওয়া হয় না বলে দীর্ঘদিন যাবত অভিযোগ উঠছে। আর এই অভিযোগকে ঘিরেই ইতিমধ্যে বেশ কয়েকবার যাত্রী এবং চালকদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়েছে। অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে আরো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে ধারণা যাত্রীদের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য