Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যশিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ মে : রাজ্য শিক্ষামন্ত্রীকে দুর্নীতিবাজ বলে আখ্যায়িত করলেন চাকুরিচ্যুতির শিক্ষক-শিক্ষিকারা। ইতিমধ্যেই পদত্যাগের দাবি জানিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি তাদের। বুধবার সন্ধ্যায় রাজধানীর সিটি সেন্টারে সাংবাদিক সম্মেলন করে চাকরিচ্যুত শিক্ষক বিজয় কৃষ্ণ সাহা জানান, রতন লাল নাথ যেদিন থেকে শিক্ষামন্ত্রী হয়েছেন, সেদিন থেকে রাজ্যের শিক্ষাব্যবস্থাকে তলানীতে নিয়ে গেছেন। এবং বিভিন্ন কেলেঙ্কারিতে তিনি জড়িয়ে গেছেন।

 এই মুহূর্তেই শিক্ষামন্ত্রীকে মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করে কোন আশ্রমে কীর্তন করা দরকার। এর বাইরে তাঁর আর কোন কাজ নেই। আর যারা রাজ্যে বিজেপি শীর্ষস্তরের নেতৃত্বে রয়েছেন তাদের কাছে দাবি ইতিমধ্যে রতন লাল নাথকে শিক্ষা দপ্তরের দায়িত্ব থেকে অপসারণ করানোর জন্য। তিনি থাকলে শিক্ষার বিকাশ সম্ভব নয় বলে জানান বিজয় কৃষ্ণ সাহা। তিনি বলেন, রাজ্যে শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা। রাজ্যের শিক্ষামন্ত্রী যেদিন থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন সেদিন থেকে বই প্রকাশনীর কেলেঙ্কারি থেকে শুরু করে এখন চলছে বিদ্যাজ্যোতি কেলেঙ্কারি। বেসরকারিকরনের জন্য বিদ্যাজ্যোতি করতে চাইছেন। স্কুল গুলি বিক্রি করে দিতে চাইছেন শিক্ষামন্ত্রী। তিনি যেদিন মন্ত্রিত্ব পদ থেকে অপসারিত হবে সেদিন সমস্ত দুর্নীতির বর্হিপ্রকাশ হবে। প্রয়োজনে শিক্ষামন্ত্রীর যে সম্পত্তি রয়েছে তার জন্য সিবিআই তদন্ত দেওয়া দরকার বলে জানান শ্রী সাহা। বুধবার সুপর্ণা দে নামে শিক্ষিকার মৃত্যু হয়েছে তার জন্য সম্পূর্ণভাবে দায়ী শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।

 সুপ্রিমকোর্টে আরটিআই মাধ্যমে দেখা গেছে শীর্ষ আদালতের রায়ে ১০,৩২৩ চাকুরিচ্যুত হওয়ার কোনো রকম উল্লেখ নেই। অর্থাৎ সুপ্রিম কোর্টের রায়ের পক্ষভুক্ত নয় শিক্ষক-শিক্ষিকারা। সুতরাং সবটাই চক্রান্ত বলে দাবি করেন চাকরিচ্যুত শিক্ষক বিজয় কৃষ্ণ সাহা। জোরপূর্বক ১০,৩২৩ -কে চাকরি থেকে বের করে রেখেছে শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তরের অধিকর্তার জেনে রাখা ভালো রাজ্যে চাকুরিচুত্য শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে পার পাবেন না । দপ্তরের অধিকর্তার জানেন না আগুন নিয়ে খেলছেন। চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা আবার তৈরি হচ্ছে। এবার রাস্তায় নামবে। শিক্ষা দপ্তর এবং শিক্ষামন্ত্রী কাউকে ছেড়ে কথা বলবে না বলে হুশিয়ারি দেন বিজয় কৃষ্ণ সাহা। পাশাপাশি রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানান অবিলম্বে যাতে চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের স্থায়ী ব্যবস্থা গ্রহণ করেন। নাহলে চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের কাছে বড় আন্দোলন গড়ে তোলা ছাড়া আর কোনো রাস্তা নেই। এদিন আয়োজিত সাংবাদিক সম্মেলনে চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা প্রয়াত চাকরিচ্যুতদের শিক্ষিকা সুপর্ণা দে -র প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য