Saturday, February 8, 2025
বাড়িরাজ্য১৫ তম রাজ্য সম্মেলন শ্রমিকদের জন্য তাৎপর্যপূর্ণ : সি আই টি ইউ

১৫ তম রাজ্য সম্মেলন শ্রমিকদের জন্য তাৎপর্যপূর্ণ : সি আই টি ইউ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ মে : আগামী ২৮ এবং ২৯ মে দুদিন সি আই টি ইউ -র ১৫ তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে আগরতলা টাউন হলে। ২৮ মে সকালে সি আই টি ইউ রাজ্য কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল সংঘটিত করা হবে। মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করার পর হাজার হাজার মানুষ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে প্রকাশ্য সমাবেশে অংশগ্রহণ করবে। সমাবেশে উপস্থিত থাকবেন সি আই টি ইউ সর্বভারতীয় সাধারণ সম্পাদক তপন সেন, রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার। সম্মেলনটি বর্তমান সময়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

কারণ স্বাধীনতার পর রাজ্যে এত বর্বর, স্বৈরাচার, গণতন্ত্র নিধনকারী সরকার কখনো প্রতিষ্ঠিত হয়নি। তাই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সি আই টি ইউ -র এই সম্মেলন থেকে চ্যালেঞ্জ করবে । বৃহস্পতিবার বিকালে সি আই টি ইউ রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান সি আই টি ইউ রাজ্য সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত। তিনি বলেন,লড়াই সংগ্রামের জন্য রাজ্যের শ্রমিক অংশের মানুষ সি আই টি ইউ -কে বেছে নিয়েছে। কিন্তু ২০১৮ সালে ৩ মার্চ সরকার প্রতিষ্টিত হওয়ার পর দুপুর থেকে সবচেয়ে বেশি আক্রমণ রাজ্যের শ্রমিকদের উপর নামিয়ে আনা হয়েছে। সরকার প্রতিষ্ঠার পর ২০১৮ সালের ৩১ মে পর্যন্ত রাজ্যের ২০৯ টি সি আই টি ইউ অফিস দুর্বৃত্তরা ভাঙচুর এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। পরবর্তী সময় বাকি সি আই টি ইউ অফিস আক্রান্ত হয়।

 বহু পরিবহন শ্রমিককে সি আই টি ইউ করে বলে লাইনচ্যুত করে দেওয়া হয়। আবার বহু শ্রমিক আক্রান্ত হয়ে বহির্রাজ্যে যে চলে গেছেন। কিন্তু তারপরও সি আই টি ইউ পতাকার নিচে শামিল হয়েছে বহু শ্রমিক। ২০১৮ সালে সি আই টি ইউ -র রাজ্যে ৬০ হাজারের অধিক শ্রমিক সংগঠনের পতাকার নিচে শামিল হয়। ২০২১ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার। রাজ্যে বিজেপি সরকারের আমলে শ্রমিকদের স্বার্থ রক্ষা হয় নি। পরিবহন, শ্রমিক, অঙ্গনওয়াড়ি, আশা, পাম্প অপারেটর সহ সমস্ত অংশের কর্মীরা আক্রান্ত হয়েছে। বর্তমান সরকার শুধুমাত্র মিথ্যার ওপর ভিত্তি করে ক্ষমতায় রয়েছে। পূবর্তন সরকার চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে ১৭৬ টাকা করেছে। এটা পরবর্তী সময় কার্যকর করেনি বিজেপি সরকার। পরবর্তী সময় হাইকোর্টের চাপে পড়ে তা কার্যকর করেছে সরকার। রাজ্যে নির্মাণকাজও সম্পূর্ণভাবে মুখ থুবরে পড়েছে। ফলে ৫০-৬০ টি ইট ভাটা গত চার বছরে বন্ধ হয়ে গেছে। কারণ রাজ্যে সরকারি এবং বেসরকারি কোন ক্ষেত্রেই নির্মাণ কাজ হচ্ছে না। কিন্তু সরকার উন্নয়নের কাজ হচ্ছে বলে ভাওতাবাজি করে চলেছে। তাই সম্মেলন থেকে আগামী দিনের লড়াইয়ের শপথ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য